রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় 

কিশোরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে কিশোরগঞ্জে নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, বিপিএম-সেবা, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অপস্) মো. আল-আমিন হোসাইন ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় নবাগত পুলিশ সুপার বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, অপরাধীদের ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। আইন যেদিকে যায় পুলিশকে সেদিকেই যেতে হবে। এছাড়া তিনি জেলার তেরোটি থানার সেবার মান বৃদ্ধি, টহল, চেকপোস্ট, পুলিশ ক্লিয়ারেন্স সেবা, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, কিশোর গ্যাং, যানজট নিরসন ও সরকারি জায়গা অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন।

সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন- এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরী, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি নাসিম খান, মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, রূপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি রায়হান জামান প্রমুখ।

টিএইচ